মালদহ নিউজ ডেস্ক : পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে পুরাতন মালদহ পুরসভায় পানীয় জলের সমস্যা মিটলো। ফের শহরে তিনবেলা পানীয় জল পরিষেবা চালু করল পুরসভা। লকডাউন পরিস্থিতির কারণে পানীয় জল শোধনের সরবরাহ কমে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। পুরাতন মালদহ শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের শোধন সামগ্রী ক্লোরিন ফুরিয়ে যাওয়ায় পুর কর্তৃপক্ষ সকাল – বিকেল দুবেলা পানীয় জল পরিষেবা দিচ্ছিল । তাতে শহরের জল কষ্ট শুরু হয়। বৈশাখের প্রখর রৌদ্রের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত সমস্যা মেটাতে পুর চেয়ারম্যান কার্তিক ঘোষ পুর মন্ত্রী ফিরাদ হাকিমের দ্বারস্থ হন । সম্প্রতি তিনি ফোনে পুর মন্ত্রীকে সমস্যার কথা জানিয়ে জল শোধনের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের আর্জি জানান । সে মতো কলকাতা থেকে থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পানীয় জল শোধনের পর্যাপ্ত উপকরণ সরবরাহ শুরু হয় । তাতে পুরসভায় জল শোধন সামগ্রী পৌঁছে গিয়েছে ।
এ পরিস্থিতিতে পুর কর্তৃপক্ষের ফের তিনবেলাপানীয় জল পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । পুরসভার ওয়াটার স্ট্যান্ডিং কমিটির সভাপতি শিবাঙ্কর ভট্টাচার্য বলেন, পুরসভায় তিনবেলা পানীয় জল পরিষেবা চালু হয়েছে । এ বিষয়ে চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, শহরের বাসিন্দাদের সুবিধার্থে ফের তিনবেলা পানীয় জল পরিষেবা চালু করা হল। লকডাউনের কারণে জল শোধনের প্রয়োজনীয় উপকরণ মিলছিল না। পুর মন্ত্রীকে সমস্যার কথা জানিয়েছিলাম ।এখন পর্যাপ্ত উপকরণ চলে এসেছে।তিনবেলা পানীয় জল সরবরাহে আর কোনও সমস্যা নেই। পানীয় পরিষেবা আগের মতোই স্বাভাবিক করে দেওয়া হয়েছে। ——- প্রেস এজেন্সি ।