Home জেলার খবর নিজের রিসেপশন পার্টিতে আমন্ত্রিত সদস্যদের গাছ উপহার দিলেন নব দম্পতি

নিজের রিসেপশন পার্টিতে আমন্ত্রিত সদস্যদের গাছ উপহার দিলেন নব দম্পতি

0 second read
0
597
নিজের রিসেপশন পার্টিতে আমন্ত্রিত সদস্যদের গাছ উপহার দিলেন নব দম্পতি

পরিবেশ সচেতনতায় গাছ লাগানোর বার্তা দিয়ে নিজের বৌভাতে গাছ উপহার দিলেন দম্পতি । মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের গোলাপগঞ্জের চরি অনন্তপুর গ্রামের নব দম্পতি জীবনের পথচলার শুরু গাছ উপহার দিয়ে।  বৌভাতে আমন্ত্রিত সদস্যদের হাতে একটি করে গাছ তুলে দেন বর কনে । স্বভাবতই পরিবেশপ্রেমী মহলে এনিয়ে উৎসাহ তৈরি হয়েছে ।নিজের বিয়ের অনুষ্ঠানে এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছেন ওই নবদম্পতি । গাছ লাগানোর বার্তা ছাড়াও প্লাস্টিক বর্জন রক্তদানের মতো সামাজিক সচেতনতা বাড়ানো হয়েছে বৌভাতে। বিয়ের অনুষ্ঠান চত্বরে এসে আমন্ত্রিত সদস্যদের এধরনের  বার্তা দিয়ে সকলকে তাক লাগিয়ে দেন ওই নবদম্পতি । তারা জানিয়েছেন,বিয়ের অনুষ্ঠানের মত একটি রিসেপশন পার্টিতে বহু লোকের সমাগম হয় । একসাথে সবাইকে যদি গাছ উপহার দেওয়া যায় সেটি পরিবেশ রক্ষার কাজে আসবে । আমরা সকলে প্রাণ ভরে বাঁচতে পারবো ।গাছ আমাদের জীবনের পথ চলার নিদর্শন হয়ে থাকবে। তাই সকলকে এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন

Load More Related Articles
Load More By Press Agency
Load More In জেলার খবর

Leave a Reply

Check Also

পুরাতন মালদহের টাঙনে নৌকাডুবি, মৃত ১

প্রেস এজেন্সি: রবিবার সন্ধ্যায় পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়া টোলা গ্…