
প্রেস এজেন্সি ডেস্ক: নকল সোনা দিয়ে তিন লক্ষ টাকা প্রতারণার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদহে। এক শিক্ষক দম্পতি দুই প্রতারকের ফাঁদে পড়ে তিন লক্ষ টাকা খোয়ান বলে অভিযোগ। প্রতারকেরা গল্পের ফাঁদে ফেলে ওই দম্পতিকে নকল সোনার বাট ধরিয়ে দেয়। পরে যাচাইয়ে জানা যায় সেটি সোনা নয় আসলে অন্য ধাতব কোনও বস্তুত। এর পরেই ব্যাপক হইচই বাঁধে। ঘটনার জেরে মালদহ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষক দম্পতি। জানা গেছে ওই শিক্ষক দম্পতির বাড়ি পুরাতন মালদহের মুচিয়া এলাকায়। সেখানেই মাছ বিক্রির বাহানায় এসে গল্প ফেঁদে সোনা বিক্রির নামে টাকা নিয়ে চম্পট দেয় প্রতারকেরা। পরে স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে যাচাই করার সময় বিষয়টি জানাজানি হয়। মালদহ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
