Home জেলার খবর লকডাউনের কারণে পুরাতন মালদহ শহরে আপাতত দুবেলা মিলবে পানীয় জল

লকডাউনের কারণে পুরাতন মালদহ শহরে আপাতত দুবেলা মিলবে পানীয় জল

0 second read
0
216
লকডাউনের কারণে পুরাতন মালদহ শহরে আপাতত দুবেলা মিলবে পানীয় জল

লকডাউনের কারণে পুরাতন মালদহ শহরে দিনে দুইবার পানীয় জল পরিষেবা পাওয়া যাবে । পানীয় জল সরবরাহের জন্য প্রয়োজনীয় উপকরন মজুদ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য শহরের বাসিন্দারা পানীয় জলের সমস্যায় পড়তে পারেন। পুরসভা যদিও সমস্যা মেটাতে শহরের বিভিন্ন প্রান্তে জলের ট্যাঙ্ক রেখেছে । সেখান থেকে পানীয় জল সংগ্রহ করতে পারবেন বাসিন্দারা । এতদিন তিন বেলা জল পেতেন শহরের বাসিন্দারা । মহানন্দা নদী লাগোয়া গোলাবাগ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালাবার জন্য প্রয়োজনীয় উপকরন না থাকায় পুরসভা এমন সিদ্ধান্ত নিয়েছে । ব্লিচিং ফিটকারি বিভিন্ন এলাকা থেকে আসতো সেটির সরবরাহ কমে যাওয়ায় তিনবার এর জায়গায় দিনে দুবার পানীয় জল পরিষেবা মিলবে । বর্তমান পরিস্থিতির বাধ্যবাধকতায় পুরসভা এমন সিদ্ধান্ত নিয়েছে । এতে পানীয় জলের সংকট তেমন হবেনা বলে জানিয়েছে পুর কতৃপক্ষ । পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন , লকডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাসিন্দার যাতে পানীয় জল পান সে জন্য সব রকম চেষ্টা চলছে। প্লান্ট চালানোর জন্য উপকরণের স্টক কম থাকায় আমরা দুবেলা পানীয় জল পরিষেবা দেব । এ পরিস্থিতিতে কেউ পানীয় জল অপচয় না করে সে বিষয়টি বাসিন্দাদের খেয়াল রাখা প্রয়োজন । এদিন করোনা মোকাবেলায় মানুষকে বাড়ি থেকে না বেরোনোর আর্জি জানিয়েছেন চেয়ারম্যান কার্তিক বাবু । পাশাপাশি শহরের পরিষেবা সচল রাখার জন্য পুরসভার তরফ থেকে যাবতীয় প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In জেলার খবর

Leave a Reply

Check Also

বৃষ্টিতে নিকাশি নালা ধসে বিপত্তি, বামনগোলার মদনাবতীতে বাড়ছে দুর্ভোগ

মালদহ নিউজ ডেস্ক: বর্ষায় নিকাশি নালার ভেঙে গিয়েছিল। সেটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহা…