প্রেস এজেন্সি ডেস্ক: দু বছর আগে উত্তর মালদহের বাংলা বিহার সিমান্তের এক মেলায় হারিয়ে গিয়েছিল এক শিশু। সেই শিশুকে উদ্ধার করে চাইল্ড লাইন থেকে শিশু নারী সমাজকল্যাণ দফতরের শিশু সুরক্ষা দপ্তরের তত্ত্বাবধানে রাখা হয়। সরকারিভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার চালিয়েও শিশুর মা বাবার সন্ধান মেলেনি। কার্যত অভিভাবকহীন অবস্থায় ছিল ৩ বছরের শিশুটি। শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকরা শিশুটির শারীরিক পরীক্ষা করালে সে বিশেষ চাহিদাসম্পন্ন ধরা পড়ে । যদিও কোনো ভারতীয় দম্পতি তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেনি। সেই শিশুকে দত্তক নিয়ে সুইডেনে গেল এক মহিলা। সুইডেনের ওই মহিলা ইঞ্জিনিয়ার। তার ছেলেমেয়েও রয়েছে তা সত্ত্বেও শিশুকে আপন করে নিয়েছেন ওই বিদেশিনী ইঞ্জিনিয়ার। ওই বিদেশিনি মহিলা জেলা প্রশাসন ও শিশুসুরক্ষা আধিকারিকদের সাথে যোগাযোগ করেন। এর পরেই দত্তক প্রক্রিয়ার সমস্ত নিয়মকানুন মেনেই শিশুটিকে তাঁর হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে শিশু সুরক্ষা আধিকারিক শুভেন্দু শেখর জানা বলেন, শিশুটির নাম পরিবর্তনে রাজু রাখা হয়েছে। সুইডেনের এক মহিলা ওই শিশুটির দত্তক নিতে ইচ্ছাপ্রকাশ করেন। জেলার পদস্থ কর্তাদের সহতায় আমরা সমস্ত নিয়মকানুন মেনেই তাঁর হাতে শিশুটিকে তুলে দিয়েছি। আমরা ওই শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
