মালদহ নিউজ ডেস্ক : রবিবার নিজের বাড়িতে প্রতীকী অবস্থানে বসে তৃণমূল কংগ্রেসকে কৌশলে নির্লজ্জ বলে আখ্যা দিলেন উত্তর মালদহের বিজেপির সাংসদ খগেন মুর্মু । এ সংক্রান্ত একটি ছবি ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কে কড়াভাষায় আক্রমণের বার্তা দিয়েছেন সাংসদ । সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজ থেকে সাংসদের ক্যাপশন অনেকে বিজেপি কর্মী ও সমর্থকরা পছন্দ করেছেন । অনেকে লাইক শেয়ার করে সংসদের বার্তা নীরবেই ছড়িয়ে দিয়েছেন । ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী-ছেলেকে পাশে বসিয়ে প্লেকার্ড হাতে নিয়ে রয়েছেন সাংসদ খগেন মুর্মু । তবে এ ধরনের অবস্থান-বিক্ষোভে সামাজিক দূরত্বের খেয়াল রাখা হয়েছে । করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে মুখে কাপড় জড়িয়ে বিজেপি সাংসদ, বিধায়ক, নেতাকর্মীদের ত্রাণ বিলিতে বাধা কেন ? মমতা সরকারের কাছ থেকে জবাব চেয়েছেন তিনি। তার সাথে ক্যাপশনে কড়া ভাষায় আক্রমণ করেছেন শাসক দল কে ।
তিনি লিখেছেন, “বাড়িতে বসে নির্লজ্জ টিএমসি দলের বিরুদ্ধে প্রতিবাদ” । বিজেপির দলীয় পতাকার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে বিজেপির সংসদের এধরনের প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থক রা নতুন করে উজ্জীবিত হয়ে গিয়েছেন । তবে সাংসদের ক্যাপশনের সাথে ফেসবুক পোস্টে কমেন্ট বক্সে তৃণমূলের বিরুদ্ধে একদিকে যেমন চাল চোর অপবাদ উঠছে তেমনি কেউ লিখছেন এসব নাটক ছাড়া আর কিছু নয় । সাংসদের পাশাপাশি জেলা জুড়ে এদিন অবস্থানের বিক্ষোভের সাথে সাথেই অনেক কর্মী-সমর্থকদের নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে । জেলার বিজেপি নেতারা বলেন, করোনা মোকাবিলায় লকডাউনে মানুষের পাশে দাঁড়াতে বিজেপি সাংসদ, বিধায়ক নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। যে কারণে লকডাউন এর নিয়ম পালন করেই প্রতীকী অবস্থান বিক্ষোভ করা হয় ।যদিও তৃণমূল নেতারা বলেছেন, বিপদে মানুষের পাশে না থেকে দোষ কিভাবে ঢাকা যায় সে চেষ্টাই করছেন সাংসদ । প্রেস এজেন্সি ।