মালদহ নিউজ ডেস্ক: মালদহ: মালদহের হবিবপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকার বানপুর ও খুজিপুরে শিশু-কিশোরদের সামাজিক দূরত্ব দৃষ্টান্ত হয়ে রইল। চোখের সামনে ডিম ভাত প্রত্যন্ত এলাকার শিশুদের ধৈর্যের বাঁধ ভাঙতে পারেনি। যা শহর থেকে শহরতলীর বিভিন্ন এলাকায় আকছার খাওয়ার বিলে নিয়ে নিয়ম ভাঙতে দেখা যায়। তবে সামাজিক দূরত্ব কিভাবে মেনে চলতে হয় সেটাই শেখালো প্রত্যন্ত এলাকার ওই খুদেরা। টিম তারাশঙ্কর চ্যারিটি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্তারা লকডাউনের নিয়মকানুন মেনে খাওয়ার বন্দোবস্তের আয়োজন করেছিল। সেখানেই দেখা মিলে ভিন্ন চিত্র । লকডাউনের কারণে কাজকর্ম নেই ।

আদিবাসী সমাজের অনেকেই কষ্টের সাথে দিন কাটাচ্ছেন। তাই লক ডাউন শুরু থেকেই টিম তারাশঙ্কর চ্যারিটি প্রতিনিয়ত তাদের পাশে দাঁড়াচ্ছে। তারা জানিয়েছে , এভাবেই আগামী দিনেও লকডাউন না উঠা পর্যন্ত অশহায়দের পাশে দাঁড়াবে। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদহ শহরের ইটভাটা শ্রমিকদের বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয় । সেখানে প্রায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছে। আইএনটিটিইউসির নেতৃত্তের উদ্যোগে এ খাবার ব্যবস্থা হয়। সেখানে মালদহ থানার আইসি শান্তি নাথ পাজা দুস্থদের খাবার বিলি করেন। শ্রমিক নেতা বিশ্বজিৎ হালদার বলেন, আমরা এলাকার দুস্থদের প্রায় পাঁচদিন ধরে খাওয়ার ব্যবস্থা করব ।
