মালদহ নিউজ ডেস্ক: শনিবার মালদহের গাজোলের চাকনগরের ভেঙে যাওয়া বাঁধের প্লাবিত এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। সাথে মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র, গাজোল ব্লকের বিডিও উষ্ণতা মোক্তান উপস্থিত ছিলেন। এদিন সাংসদ সহ প্রশাসনিক কর্তারা বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সাথে কথা বলেন। দুদিন আগে ওই এলাকার টাঙ্গন নদীর বাঁধ জলের তোড়ে ভেঙে গিয়েছিল। বহু এলাকা প্লাবিত হয়ে আছে। চাষের জমি, বাড়ি ঘর ডুবে যাওয়ায় বাসিন্দারা দুর্ভোগের রয়েছেন। এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষোভ রয়েছে। তবে তারই পরিস্থিতি যাচাই করতে প্রশাসনিক কর্তারা সরজমিনে খতিয়ে দেখেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ক্ষয়ক্ষতির জন্য স্বয়ং জেলাশাসক এলাকা পরিদর্শন করেন। এদিকে মালদহের মহানন্দা নদীর জল হু করে বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় চূড়ান্ত বিপদসীমার ২২ সেন্টিমিটার বেশি উপর দিয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে। সেচ দপ্তর এর পর তারা জানান, জল বাড়ার এধরনের ট্রেন্ড কয়েকদিন চলবে। — প্রেস এজেন্সি।
