মালদহ নিউজ ডেস্ক : ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ( এফসিআই) এ পাঠানো কেন্দ্রীয় সরকারের চাল রাইস মিলে নিয়ে গিয়ে ভেজাল মেশানো হচ্ছে । সে ভেজাল যুক্ত নিম্নমানের কাঁকর এবং পচা চাল ডিলারের মাধ্যমে বাসিন্দাদের কাছে আসছে । শুক্রবার উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু সাংবাদিকদের ভিডিও বার্তা দিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। সম্প্রতি, মালদহের বিভিন্ন প্রান্ত থেকে এরকম অভিযোগ আসায় সাংসদ খগেন মুর্মু এ ধরনের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। এবিষয়ে সাংসদ ভিডিও বিবৃতি দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বরাদ্দ চাল সম্পূর্ণ ভালো এবং উৎকৃষ্ট মানের । চালের মধ্যে কোনও পোকা নেই, কোনও কাঁকর নেই।
ভালো চাল রাইস মিলে নিয়ে গিয়ে পাল্টিয়ে দিয়ে কাঁকর মেশানো পচা চাল বের করে আনা হচ্ছে। সেটা ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। এ বিষয়ে আমি মুখ্যমন্ত্রী কে বলব ব্যবস্থা নিতে। তাছাড়া প্রকৃত কেন্দ্রীয় সরকারের যে চাল সেটি যাতে মানুষের কাছে পৌঁছায় সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জন্য বলা হবে । যাতে এরকম চাল মাঝপথে পরিবর্তন না করা হয়। সাংসদ আরও বলেছেন, এই মুহূর্তে রাজনীতি করে মানুষের পাশে দাঁড়ানো দরকার । তবে মালদহে এফসিআই গোডাউন থেকে মাঝপথে রাইস মিলের উৎকৃষ্টমানের চাল পাচার হওয়ার বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন বলে জানিয়েছেন তিনি। —- প্রেস এজেন্সি ।