মালদহ নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই পুলিশের জংলা ছাপ গেঞ্জি পড়ে মাদক সহ গ্রেপ্তার হল মালদহের প্রথম প্যানেলের এক সিভিক ভলেন্টিয়ার । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত সিভিক ভলেন্টিয়ার মালদহ থানায় কর্মরত। বাড়ি পুরাতন মালদহ শহরের ১৫ নম্বর ওয়ার্ডে । এদিন সকালে হবিবপুরের মালদহ নালাগোলা রাজ্য সড়কে নাকা চেক পয়েন্টে তল্লাশি চালিয়ে পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ার এর কাছ থেকে বেআইনি ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়াও বেশ কিছু মাদক দ্রব্য মিলেছে। নিজের থানা এলাকা ছেড়ে ওই সিভিক ভলেন্টিয়ার ক্ষমতার অপব্যবহার করে মাদক পাচার করছিলেন বলে অনুমান । যদিও পুলিশের শীর্ষ কর্তারা মাদক পাচারের বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি । জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন, ফেন্সিডিল সহ এক সিভিক ভলেন্টিয়ার কে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার সাতসকালে আইহো নাকা পয়েন্ট থেকে বেআইনি বিলেতি মদ পাচার করতে গিয়ে তিন জনকে পুলিশ গ্রেফতার করেছিল। ঘটনায় একটি অ্যাম্বুলেন্স বাজেয়াপ্ত করে পুলিশ । পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিতে অ্যাম্বুলেন্স ব্যবহার করে। এবারও পুলিশের চোখে ধুলো দিতে সিভিক ভলেন্টিয়ার কে ব্যবহার করা হয়েছে বলে অনুমান । যদিও লকডাউন পিরিওডে পাচার চক্র সক্রিয় হয়ে ওঠায় পুলিশ কর্তাদেরও ঘুম উবে গিয়েছে। পরপর দুটি ঘটনায় পুলিশের সাফল্য মিললেও অনেকেই সর্ষের মধ্যেই ভূত দেখছেন ।ফলে মালদহ নালাগোলা রাজ্য সড়কে পুলিশ কড়া নজরদারি শুরু করেছে। হবিবপুর থানার পুলিশ জানিয়েছে , প্রথম প্যানেলের এক সিভিক ভলেন্টিয়ার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল । চেকিং এর সময় তার ছক বানচাল হয়ে যায়। —- প্রেস এজেন্সি ।