মালদহ নিউজ ডেস্ক: করোনা ভাইরাস (COVID-19) মোকাবেলায় দেশব্যাপী লকডাউন চলছে । দেশবাসী যাতে বাড়িতে থেকে লকডাউন পালন করেন সে বিষয়ে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। প্রয়োজনীয় জিনিস কেনা থেকে শুরু করে রেশন , ব্যাংকিং ব্যবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হচ্ছে। যদিও নানা গুজবে বাসিন্দারা সরকারের নিষেধাজ্ঞা পালন করছেন না ।এমনই গুজবের সাক্ষী রইল মালদহের হবিবপুর । জন ধন যোজনার মহিলাদের একাউন্টে টাকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। যদি সে টাকা না তোলা হয় তাহলে ফেরত চলে যাবে। এমনই গুজবে মহিলারা বৃহস্পতিবার সকাল থেকে হবিবপুরের বিভিন্ন ব্যাংকের শাখা সিএসপি গুলোতে ভিড় জমিয়েছেন। এলাকায় এমন গুজব ছড়িয়েছে তাতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হচ্ছে। বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
গুজবের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংকের সিএসপি গুলিতে প্রায় এক কিলোমিটার লম্বা লাইন লেগে যাচ্ছে। এদিন গুজব মোকাবেলায় প্রশাসন মাইকিং করে । টাকা তোলার সময় গ্রাহকরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখেন সে বিষয়েও সচেতন করা হচ্ছে। মাইকিং করে বলা হচ্ছে “ আপনার টাকা ঘুরে যাবে না । সামাজিক দূরত্ব বজায় রাখুন। না হলে সরকারি পদক্ষেপ নেওয়া হবে” । এ বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা জানিয়েছেন, টাকা ফেরত যাবে বলে সকাল থেকে বিভিন্ন ব্যাংকে মহিলারা ভিড় জমিয়েছিলেন। বিভিন্ন ব্যাঙ্ক থেকে অভিযোগ আসছিল । পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিকভাবে মাইকিং করে বাসিন্দাদের সচেতন করছি। – ছবি ও তথ্য সুশীল মণ্ডল— প্রেস এজেন্সি