মালদহ নিউজ ডেস্ক: শুক্রবার পাচার নিয়ে পুরনো শত্রুতার জেরে গুলিতে এক দুষ্কৃতী জখম হয়েছে। এদিন বিকেলে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর ঝাপড়িতলা আমবাগানে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে এদিন ১০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে অভিযোগ । তাতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহত দুষ্কৃতীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ। এ বিষয়ে জেলা পদস্থ পুলিশ কর্তারা জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীরা বলেন,দুই দুষ্কৃতী এর মধ্যে গুলি বিনিময় হয়েছে। তারা গরু পাচারের সাথে যুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরু পাচারের মামলায় এর আগে দুষ্কৃতীরা ধরা পড়েছিল। পরে একজন মূলস্রোতে ফেরার চেষ্টা করে। গ্রামবাসীরা জানিয়েছেন ,মনোজ মণ্ডল নামে এক দুষ্কৃতি এদিন মাছ ধরতে গিয়েছিল। তার পুরনো ক্রাইম রেকর্ড রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে সে মূল স্রোতে ফেরার চেষ্টা করছিল এদিন মাছ মেরে বাইক নিয়ে ফেরার পথে কাদিরপুর পেট্রোল পাম্পের কাছে আসতেই বিটটু মন্ডল নামে এক দুষ্কৃতী দলবল নিয়ে তার ওপর গুলি চালায়। ঘটনায় দুই তরফে গুলিবিনিময় হয় বলে অভিযোগ। তাতে বিট্টুর পিঠে গুলি লাগে। এবিষয়ে মালদহ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। প্রেস এজেন্সি ।