
প্রেস এজেন্সি ডেস্ক: অবশেষে কোরোনা বিরুদ্ধে লড়াইয়ে মালদহে এসে পৌঁছেছে বাইশ হাজার করোনা ভ্যাকসিনের ডোজ। বুধবার সন্ধ্যায় একটি গাড়িতে বিশেষ নিরাপত্তার মাধ্যমে ভ্যাকসিন মালদহে আনা হয়। সেটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে রেখে দিয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। প্রাথমিকভাবে এগারো হাজার মানুষকে এই ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। যারা স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত তাদেরই আগে ভ্যাকসিন দেবে স্বাস্থ্য দফতর। রাজ্য সরকারের সবুজ সংকেত মিললে আগামী শনিবার থেকেই ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হয়ে যাবে গোটা জেলায়। জেলায় ভ্যাকসিন চলে আসায় করোনা নিয়ে অনেকটাই উদ্বেগ কমতে শুরু করেছে। মানুষ এ নিয়ে আশার আলো দেখছেন। স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানান, বাইশ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসেছে। রাজ্য সরকারের নির্দেশমতোই ভ্যাকসিন প্রক্রিয়া শুরু করা হবে। এই প্রক্রিয়া চলতে থাকবে।
