প্রেস এজেন্সি ডেস্ক: সাপে কাটার পর দীর্ঘক্ষন সময় অপচয় করেছিল ওঝা। ঝাড়ফুঁকে সুস্থ করে তুলতে পারেনি যুবককে। শেষ পর্যন্ত সময় নষ্ট করে মরণাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছিলেন ওই যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হওয়ার পরেও ঝাড়ফুঁকের প্রচলন চলে আসছে তারই ফের প্রমাণ মিলল হবিবপুরের প্রত্যন্ত গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লোয়েশ মার্ডি (১৮)। বাড়ি হবিবপুরের নিমবাড়ি গ্রামে। ওই যুবক বাড়িতে ছাতু খাওয়া পরে জল খেতে ঘরে মধ্যে ঢুকে। সে সময় ঘরে মধ্যে থাকা এক বিষধর সাপ তাকে ছোবল দেয়। ।পরিবারের লোকেরা সে সময় লোয়েশ মার্ডিকে এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে চলে ঝাড়ফুঁক। সেখানে শরীরের অবস্থার আরও অবনতি ঘটতে থাকায় তাকে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসকেরা লোয়েশ মার্কে মৃত বলে ঘোষনা করেন। এবিষয়ে মৃতের দাদা,পিন্টু মার্ডি বলেন, ভাই বাড়িতে বিকেলে ছাতু খাওয়া পরে ঘরে জল খেতে যায় সে সময় হঠাৎ সাপে ছোবল দেয় এলাকায় এক ওঝার কাছে নিয়ে গিয়ে প্রাণ ফেরানোর চেষ্টা করি। পরে হাসপাতালে ভাই মারা যায়। আগে জানলে ভাইকে বাঁচানো যেত।
