
প্রেস এজেন্সি ডেস্ক: নতুন আলু ওঠার শুরুতেই দাম কমে যাওয়ায় কৃষকরা ঘোর সংকটে পড়েছেন। তাঁরা নতুন আলুর দাম পাচ্ছে না বলে অভিযোগ। এ নিয়ে কৃষক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে নতুন আলু কে কেন্দ্র করে জেলার কৃষকমহলে ক্ষোভের অসন্তোষ তৈরি হয়েছে। এ বছর আলু রোপণের মরসুমে কৃষকরা চড়া দামে বীজ কিনে আলু চাষ করেছিলেন। সে অর্থে বর্তমানে বাজারে দাম নেই। যে কারণে মাথায় বাজ ভেঙে পড়েছে আলুচাষিদের। বেশ কিছুদিন আগেই পুরাতন মালদহের আট মাইলে আলু রাস্তায় ফেলে বিক্ষোভ দেখিয়েছিলেন চাষিরা। আগামী দিনে যদি দাম না পান তাহলে আলুচাষিরা উভয় সংকটে পড়বেন। এ নিয়ে আলুচাষি মহল অসন্তুষ্ট রয়েছে। প্রয়োজনে তারা আন্দোলনের কথাও ভাবছেন। এমনিতেই জেলায় আলু উঠতে এখনও বেশ কিছুদিন দেরি। সম্পূর্ণভাবে এ জেলার আলু উঠে গেলে আরও দাম কমার আশঙ্কা থাকে। মালদহে গড়ে আলুর পাইকারি মূল্য প্রায় ৭ টাকা কিলো। খোলাবাজারে নয় থেকে দশ টাকা বিক্রি হচ্ছে। সরাসরি মাঠ থেকে আলু কৃষকেরা পাঁচ টাকা কিলো দরে বিক্রি করছেন। যেখানে এক বস্তা আলু বীজ পাঁচ হাজার টাকার মূল্যে কিনতে হয়েছিল কৃষকদের সেই কৃষকেরা এখন উৎপাদিত আলুর দাম পাচ্ছেন না। কৃষকেরা বলেন, এ মুহূর্তে আলুর বাজার দর কম আছে।আগামী দিনে দাম পেলে চাষের খরচ উঠবে।
