মালদহ নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের আবহে ভিন রাজ্য থেকে ফিরে এসে গ্রামে গিয়েছিলেন জনা ৩০ পরিযায়ী শ্রমিক। সেখানে নিজের বাড়িতে ঠাঁই তো দূরের কথা গ্রামবাসীদের তাড়া খেয়ে আশ্রয় নিতে হয়েছে পার্শ্ববর্তী আমবাগান, খোলা মাঠে। যদিও প্রকৃতি ও অসহায় হয়ে উঠেছে ওই শ্রমিকদের প্রতি। মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টিতে শ্রমিকের তাঁবু উড়িয়ে নিয়ে যায় কালবৈশাখী। যে কারণে মালদহের চাঁচল ২ ব্লকের ডুমরো কাপসিয়া গ্রামে ওই শ্রমিকরা চরম সংকটের মধ্যে রয়েছেন । শ্রমিকদের দলে মহিলারা রয়েছেন। তারাদের জীবন এখন মরণাপন্ন অবস্থায় রয়েছে। এনিয়ে শ্রমিকের আর্তনাদ উঠে এসেছে । দিনের বেলা চড়া রোদ এবং রাতে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে তাদের জীবন সংকটের মধ্যে রয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন। রাতবিরেতে সাপ পোকামাকড়ে দৌরাত্ম্যে তাদের দরজায় কড়া নাড়ছে।

সপ্তাহ খানেক ধরে তারা থাকলেও সরকারি কোনও ত্রাণ অথবা থাকার মত জায়গা পাননি শ্রমিকরা। ফলে সরকারি উদাসীনতার অভিযোগ তুলে শ্রমিকরা সরব হয়েছেন । এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা ত্রিবেণী সাহা জানিয়েছেন, শ্রমিকরা ঘরেও যেতে পারছে না। আর তাদের আশ্রয় হচ্ছে না। সবমিলিয়ে দুর্দশার অন্ত নেই। আমরা প্রশাসনের কাছে আর্জি জানাব তাদের যাতে সুব্যবস্থা করা হয়।

পরিযায়ী শ্রমিকরা বলেন, গ্রামে তাড়া খেয়ে মাঠে আশ্রয় নিতে হয়েছে। যদিও এখানেও প্রকৃতি অসহায় । রাতে ঝড়ে তাঁবু উড়িয়ে নিয়ে গিয়েছিল। সকালে আমরা আবার তাঁবু ঠিক করি। সরকারি কোনও ত্রাণ পাইনি। খাব কি, এভাবে কতদিন থাকা যাবে ? প্রশাসন কোনও ব্যবস্থা নিলে আমরা প্রাণে বাঁচি। স্থানীয় প্রশাসনের কর্তারা জানিয়েছেন,বিষয়টি দেখা হচ্ছে। —- প্রেস এজেন্সি।