মালদহ নিউজ ডেস্ক : লকডাউনের করণে সংসারে অনটন । সেই থেকে মানসিক অবসাদ দিন কাটত শ্রমিকের । পরিবারের নুন আনতে পান্তা ফুরাই সংসার চালানোই দায় হয়ে উঠেছিল মোহাম্মদ সানাউল্লাহের । কাজ না পেয়ে অনটন থেকে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হত । যদিও শেষ ভোরটা যে তার জন্য অপেক্ষা করেছিল সেটা হয়তো পরিবার থেকে গ্রামবাসীরা ভাবতে পারেননি। বাড়ির ঢিল ছোড়া দূরত্বে রাস্তার ধারে ওই শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় বাক রুদ্ধ পুরাতন মালদহ ব্লকের হালনা মোহাম্মদপুর গ্রাম । শ্রম দিবসের রাতে সংসারের হাল হকিকত নিয়ে স্ত্রীর ছেলেমেয়েদের সাথে গল্প করেছিলেন ওই শ্রমিক বলে পরিবারের লোকেদের দাবি । যদিও সংসারের অভাব-অনটন এভাবেই লকডাউন ভেঙে তাকে এগিয়ে যেতে হবে সেটা অনেকেই কল্পনা করতে পারছেন না।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লকডাউনের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সানাউল্লাহ। তিন মেয়ে দুই ছেলেকে নিয়ে অভাবের সংসারে হাড়ি চলে কি করে চড়বে এসে নিয়ে চিন্তা ছিল বলে অনেকে জানতে পেরেছেন। এনিয়ে দু এক কথা পরিবারের লোকেদের সাথে হত । রাতে স্ত্রীর সাথে দু এক কথা হয়েছিল বলে অনেকে মনে করছেন। মৃতের পরিবারের লোকেরা জানিয়েছেন, বাড়িতে সেরকম কোনও কথা কাটাকাটি হয়নি। সংসারের অনটন থেকে এধরনের ঘটনা ঘটে থাকতে পারে । গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বক্তব্য, পারিবারিক অশান্তির পাশাপাশি অভাব-অনটন মৃত্যুর কারণ হতে পারে। যদিও এ বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। মালদহ থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। — প্রেস এজেন্সি ।