মালদহ নিউজ ডেস্ক: মালদহ: করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ঘরে থাকা । করোনাকে হারানোর জন্য দেশব্যাপী জুড়ে চলছে লকডাউন। আর লকডাউন সফল করতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। তবে কেউই সরকারি নির্দেশিকা পালন করছেন, তো কেউ উপেক্ষা করছেন বলে অভিযোগ। অনেকের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়ে গিয়েছে। ব্যাঙ্কে, বাজারে অবৈধভাবে জটলাও করা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একসাথে অনেকে জমায়েত করছেন। তাই জমায়েত এড়িয়ে সংক্রমণ যাতে রোখা যায় জেলা পুলিশ শহরের প্রাণকেন্দ্রে ড্রোন উড়িয়ে নজরদারি চালাল ।
মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশের পদক্ষেপ কে অনেকে সাধুবাদ জানিয়েছেন। যদিও ড্রোন নিয়ে নজরদারির ধারাবাহিকতা শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ এলাকাতেও করার দাবি উঠেছে। এদিন মালদহের রথবাড়ি এলাকায় ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয় । বেশ কয়েকদিন ধরে অভিযোগ আসছিল লক্ষণ রেখার নির্দেশ অমান্য করে চলেছ বাজার হাট। তাতে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এমন অভিযোগ পেয়ে জেলার পুলিশকর্তারা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকা, নেতাজি পুর বাজারে ড্রোন ক্যামেরায় নজরদারি চালান। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা বলেন, মানুষ যাতে সোশ্যাল ডিসটেন্স মেনে চলে সেজন্য ড্রোন ক্যামেরায় নজরদারি করা হয়েছে। জেলার অন্যান্য প্রান্তেও একইভাবে নজরদারি চালানো হবে। ছবি – সাইনি পোদ্দার ও তথ্য সুমিত্রা গৌড় — প্রেস এজেন্সি ।