মালদহ নিউজ ডেস্ক: করোনা সুনামিতে হিলে গিয়েছে ওয়ার্ল্ড ইকোনমি। কিভাবে বিশ্ব ইকোনোমি বিশাল গাছের রুপে দাঁড়িয়ে থাকা লকডাউনের কারণে হেলে পড়েছে সেটি নিয়ে তৈরি করা হল মডেল। শুধু ওয়ার্ল্ড ইকোনমির দুরবস্থা নয়। দেখানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নির্দিষ্ট গাইডলাইন বিধিও। দুটি মডেলই তৈরি করেছেন পুরাতন মালদহ শহরের বাণী ভবন টাউন লাইব্ররির লাইবেরিয়ান সুবীর কুমার সাহা। পুরনো কয়েন দিয়ে তার অনবদ্য সৃষ্টি এলাকায় সাড়া ফেলেছে। সুবিরবাবু জানিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে করোনা ভাইরাসের প্রভাব এবং তা থেকে বাঁচতে কিভাবে মানুষকে দিন কাটতে হয়েছে তাই দেখানো হয়েছে। সেগুলি মডেল রূপে তুলে ধরতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সুবীর বাবু যে দুটি মডেল তৈরি করেছেন তার মধ্যে একটি মডেল দেখানো হয়েছে করোনা দানব রুপে কিভাবে দেশ তথা বিশ্বের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিচ্ছে সেই চিত্র।

আরেকটিতে দেখা যাচ্ছে করোনা সচেতনতাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী কিভাবে ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। দুটি মডেলই পুরনো কয়েন দিয়ে তৈরি । যা নিখুতভাবে তৈরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য করোনা ভাইরাসকে মডেলে রুপান্তরিত করে প্রদর্শনের জন্য সংরক্ষণ করে রাখা যাবে এই সৃজনশীলতা। এক আনা, দুই আনা থেকে শুরু করে বহু পুরনো কয়েন দিয়ে একটি মানি ট্রি তৈরি করা হয়েছে। মডেলের মানি ট্রি তে দেখা যাচ্ছে করোনা দানব উপর থেকে প্রভাব তৈরি করছে। তাতে ধনসম্পত্তি তে ভরা ভারতবর্ষের পাশাপাশি গোটা বিশ্বের মানি ট্রি ঝড়ের মত একদিকে হেলে গিয়েছে। আর একটি মডেলে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু করোনা ভাইরাস মোকাবেলার বার্তা যেমন, বার বার সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার থেকে মাস্ক পড়া, ঘরে থেকে করোনাকে হারানো সবকিছুই নিখুত ভাবে মডেলে তুলে ধরা হয়েছে। — প্রেস এজেন্সি ।