মালদহ নিউজ ডেস্ক: করোনা যুদ্ধ জয় করে রাজকীয় সংবর্ধনা পেল হবিবপুরের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ওই যুবক। সোমবার মালদহ বাইপাস করোনা হাসপাতাল থেকে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে করে করানা জয়ীকে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা গ্রামে পৌঁছে দিয়েছে। তার সাথেই ওই গ্রামে কনটেইনমেন্ট তুলে দিয়েছে পুলিশ বলে জানা গিয়েছে। স্বভাবতই এলাকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। পাশাপাশি প্রশাসনের চাপ কমেছে।
এদিন করোনা যুদ্ধজয়ী ওই যুবক ফিরতে এলাকায় উৎসাহ দেখা গিয়েছে। পুলিশ পুষ্পস্তবক দিয়ে ওই যুবককে সংবর্ধনা জানান। সেখানে হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি , ব্লকের বিডিও শুভজিৎ জানা , বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদিব রায় প্রমুখ উপস্থিত ছিলেন । ব্লক প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ওই যুবক করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন। তাকে নিয়ে আর কোনও সমস্যা নেই। পুলিশ কর্তারা বলেন, কনটেইনমেন্ট এলাকা তুলে দেওয়া হয়েছে। – প্রেস এজেন্সি ।