মালদহ নিউজ ডেস্ক: গাজোলে নতুন করে সংক্রমণ হদিস মেলায় আতঙ্ক রয়েছেন বাসিন্দারা। তার মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিলেন প্রায় ১৭০ জন শ্রমিক। আলাল গ্রাম পঞ্চায়েতের হাইস্কুলে কোয়ারেন্টাইন সেন্টার ভাঙচুর করে বাড়ি পালিয়ে গেলেন শ্রমিকেরা। এনিয়ে রাত থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কিছু শ্রমিক নতুন করে আশায় আগে থেকে স্কুলে আশ্রয় নেওয়া শ্রমিকদের মধ্যে বিবাদ শুরু হয়। এতে আলাল হাইস্কুলে নিয়ে ব্যাপক উত্তেজনা হয়। সেসময় টেবিল-চেয়ার ভাংচুরের পাশাপাশি ইটপাটকেল চালাচালি হয় বলে অভিযোগ। দুই পক্ষের গণ্ডগোলে রণক্ষেত্র চেহারা নেয় ওই কোয়ারেন্টাইন সেন্টার । যদিও রাতেই ওই কোয়ারেন্টাইন সেন্টার থেকে শ্রমিকেরা বাড়ি পালিয়ে যায়।
ঘটনায় বেশকিছু গ্রামে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বিশাল সংখ্যক শ্রমিকের কোনও টেস্ট করা হয়নি। যে কারণে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে । এদিকে গাজোলের এক ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস মিলেছে। ঘটনায় এমনিতে আতঙ্কিত। তার মধ্যে শ্রমিকরা কোয়ারন্টাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়ায় এলাকাবাসীদের চিন্তা বেড়ে গিয়েছে। অনেকে শ্রমিকদের সোয়াব টেস্টের দাবি তুলেছেন। এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষের বক্তব্য, কোয়ারেন্টাইন সেন্টার ভাঙচুর হয়নি। কিছু শ্রমিক সেন্টারে থাকতে চাননি। তারা নিজের বাড়ি চলে গিয়েছেন। হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য মাইকিং করা হয়েছে। — প্রেস এজেন্সি।