মালদহ নিউজ ডেস্ক : পুরাতন মালদহের মঙ্গলবাড়িতে দুই করোনা আক্রান্ত খবর মিললেও বাসিন্দাদের হুঁশ ফেরেনি। করোনা আক্রান্ত গ্রাম থেকে অনেকেই বাজারে কেনা কাটা করছেন । তাতে সংক্রমনের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। তাই শহরের বাসিন্দারা এনিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছেন। বাজারে ভিড় উপচে পড়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনের কর্তাদের। আতঙ্ক থেকে পুরাতন মালদহ শরৎচন্দ্র মিনি মার্কেট বন্ধ করে দিল বাজার কমিটি ও প্রশাসন । শুক্রবার সকাল থেকে শরৎচন্দ্র মিনি মার্কেটে সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয় । সবজি বাজার, মাছ বাজার তুলে দেওয়া হয়েছে। আগামী ২৭ তারিখ পর্যন্ত এ ধরনের বিধিনিষেধ থাকবে বলে বাজার কমিটি সূত্রে জানা গিয়েছে।

শরৎচন্দ্র মিনি মার্কেট কমিটির সভাপতি অসীম ঘোষ বলেন,ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। মানুষ মানছেন না । বাধ্য হয়ে মার্কেট কমিটি এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। শহরের বাসিন্দারা বলেন, এ ধরনের পদক্ষেপ আগেই নেওয়া প্রয়োজন ছিল। মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুইজন করোনা পজিটিভ ধরা পড়েছে। সেখান থেকে প্রচুর লোক বাজারে ঢুকে যাচ্ছে। সে নিয়ে প্রশাসনের কোন ও নজরদারী ছিল না। আরও অন্যান্য বাজার গুলি বন্ধ করে দেওয়া প্রয়োজন। শহরের আরেকটি অংশ জানিয়েছে, ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় অনেকে ফেরি করে শাকসবজি পণ্য বিক্রি হয় । সেখান থেকে রসদ সংগ্রহ করা যেতে পারে । — প্রেস এজেন্সি ।