মালদহ নিউজ ডেস্ক: পুরাতন মালদহ ব্লকের নারায়ণপুর বাইপাস কোভিড হাসপাতালের সামনে প্লাস্টিক মোড়ানো এক ব্যক্তি শুয়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে করোনা লাস বলে ওই ব্যক্তির দিকে এগোয়নি। ভোরের বৃষ্টিও জাগাতে পারেনি তাকে। আতঙ্কে মানুষ লাস ভেবে কাছে এগিয়ে যাননি। যদিও লাশের গুজব এলাকা তোলপাড় হয়ে ওঠে। একই তো করোনা আবহ তার ওপর হাসপাতালের সামনে প্লাস্টিক মোড়ানো অবস্থায় শুয়ে থাকা ব্যক্তি কে ঘিরে আরো আতঙ্ক ছড়ায়। খবর দাবানলের মত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। করোনা লাশের খবর পেয়ে মালদহ থানা পুলিস কোভিড হাসপাতালের পাশে এসে ঘুমিয়ে থাকা ব্যক্তির শরীরের ওপর থেকে প্লাস্টিক সরিয়ে ফেলে সে সময় হঠাৎ জেগে ওঠে ওই ব্যক্তি। পরে জানা যায় ওই ব্যক্তি ভবঘুরে। রাতেই শুয়েছিল ওই এলাকায়।
ভোর থেকে বৃষ্টি পড়লেও তার ঘুম ভাঙেনি। যদিও ওই ভবঘুরে বৃষ্টি থেকে বাঁচতে শরীরের ওপর প্লাস্টিক মুড়িয়ে দিয়েছিলেন যে কারণে অনেকে মৃত লাশ ভেবে তার ধারের কাছে আসেননি। পুলিশ এসে বিষয়টি দেখে হতভম্ব হয়ে যায়। এলাকাবাসীরা বলেন,করোনা লাশের মত শুয়েছিল। বৃষ্টি পড়লেও তার কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। আমরা তো ভেবে নিয়েছিলাম হাসপাতালের বাইরে লাশ রাখা হয়েছিল। পুলিশ আসলে বিষয়টি পরিষ্কার হয়। — প্রেস এজেন্সি ।