মালদহ নিউজ ডেস্ক: এক দুই করে মালদহে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৯ এসে দাঁড়াল। প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে । শনিবার রাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নতুন করে ১২ জন করোনা আক্রান্তের হদিস মেলে। তাতে জেলায় আরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আক্রান্তরা বেশিরভাগই মালদহের কালিয়াচকের বাসিন্দা। স্বভাবতই ঈদের আগে এ ধরনের সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টা আগে মালদহে একলাফে অনেকটাই আক্রান্তের সংখ্যা বেড়েছে। কার্যত প্রতিটি ব্লকেই করোনা ভাইরাস হানা দিয়েছে । ফলে স্বাভাবিকভাবেই জেলার বাসিন্দারা এনিয়ে অশনিসংকেত দেখছেন। বিশ্ব ত্রাস করোনা মালদহে ভয়াবহ রূপ নিতে চলেছে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। যদিও করোনা মোকাবেলায় প্রশাসন যথেষ্ট তৎপর।

পুলিশ থেকে স্বাস্থ্য দপ্তর বাসিন্দাদের সচেতন করতে দিনরাত মাঠে নেমে কাজ করছে। যদিও কিছু ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় না রাখাই সেখান থেকে সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে। যে নতুন কোন আক্রান্তের হদিস মিলেছে তারা প্রত্যেকেই গৌড় কন্যা বাসটার্মিনাসে নেমেছিল। সেখান থেকে প্রশাসনের কর্মীরা সংগ্রহ করে মেডিক্যাল টেস্টের জন্য পাঠায়। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসতেই প্রত্যেকে জেলার বাইপাস করোনা হাসপাতালে ভর্তি করেছে প্রশাসন বলে সূত্রের খবর। নতুন করে করোনা আক্রান্ত বাড়লেও তার মাঝে বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। — প্রেস এজেন্সি ।