Home CoronaVirus করোনা আক্রান্ত হলেন পুরাতন মালদহের বিডিও

করোনা আক্রান্ত হলেন পুরাতন মালদহের বিডিও

0 second read
0
696
করোনা আক্রান্ত হলেন পুরাতন মালদহের বিডিও

মালদহ নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হলেন পুরাতন মালদহের বিডিও। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে সোয়াব টেস্ট রিপোর্টে তার রিপোর্ট পজিটিভ আসে। এদিন সকালেই বিডিও র লালা রস নেওয়া হয়। রাতের মধ্যে রিপোর্ট পজিটিভ আশায় প্রশাসনিক মহলে আড়োলন পড়ে গিয়েছে। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি একের পর এক প্রশাসনিক আমলারা করানায় আক্রান্ত হচ্ছেন । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আক্রান্ত বিডিওকে কোভিড হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে। এদিকে জেলার করোনা আক্রান্ত সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। সংক্রমণ থামার কোনও লক্ষণ নেই। স্বাভাবিকভাবেই পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের ওই বিডিও সংক্রমণ শুরু থেকেই প্রশাসনিক তৎপরতায় কাজ করে চলেছিলেন। মানুষকে প্রচার অ্যাওয়ারনেস পাশাপাশি করোনা রোধে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত হন বিডিও। মনে করা হচ্ছে প্রশাসনিক আরও আমলা ওই বিডিও সংস্পর্শে এসে থাকতে পারেন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়ে দিয়েছে প্রশাসনের। স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানিয়েছেন,বিডিও রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। কোভিড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিডিওকে হাসপাতালে রেখে চিকিৎসা করার সবরকম বন্দোবস্ত রাতেই সেরে ফেলা হয়। — প্রেস এজেন্সি ।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In CoronaVirus

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…