Home CoronaVirus মালদহে ফের করোনার থাবা, জেলায় আক্রান্ত ৭

মালদহে ফের করোনার থাবা, জেলায় আক্রান্ত ৭

0 second read
0
1,315
মালদহে ফের করোনার থাবা, জেলায় আক্রান্ত ৭

মালদহ নিউজ ডেস্ক: মালদহে ক্রমশ থাবা বসাচ্ছে করোনা ভাইরাস। এবার একসাথে চারজনের করোনা হদিশ মিলল মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে। এদের মধ্যে দুইজন মহিলা দুজন পুরুষ রয়েছেন । ৯৩ জন সন্দেহ কারীদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তর ।এদিন তাদের মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ আসে । ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এখনও পর্যন্ত সবমিলিয়ে সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে ভাইরাসের হদিস মিলতেই এদিন রাত নটার পরেই প্রশাসনের আধিকারিকরা এলাকায় তৎপরতা শুরু করে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্তরা একটি কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। সেখান থেকে তাদের লালা রস সংগ্রহ করা হয় । যদিও রিপোর্ট আসার আগেই ওই রোগীদের ছেড়ে দেওয়া হয়েছিল কিনা এ বিষয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। তবে মহিলা সহ চার করোনা রোগী কাদের সাথে মিশেছেন সে নিয়ে খোঁজ শুরু করে দিয়েছে প্রশাসনের কর্তারা। চারজনকেই জেলায় জেলার করোনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বলে অসমর্থিত সূত্রে খবর। তবে ক্রমশ জেলায় করোনা থাবা বসানোয় পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। – প্রেস এজেন্সি ।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In CoronaVirus

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…