মালদহ নিউজ ডেস্ক: শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রেলকর্মী । গত রবিবার হাসপাতালে তিনি মারাযান। হাসপাতাল থেকে মৃতদেহ এনে মঙ্গলবার সৎকাজ করে প্রতিবেশীরা। সেদিন রাতেই রিপোর্ট পজিটিভ আসে বলে অভিযোগ। ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাটি পুরাতন মালদহ শহরের শর্বরী এলাকায়। ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সম্প্রতি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী ও একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। পরিবারে এক ছেলে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মৃতদেহ দাহ করার পরেই রিপোর্ট পজিটিভ জানতে পারা যায়। ওই পজেটিভের দেহ সৎকাজ করে আসেন প্রায় ১০ জন বাসিন্দা। তারা প্রতিবেশীদের সাথে খোলামেলা ভাবে মিসে যাচ্ছেন বলে অভিযোগ। তাদের থেকে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। মৃতের পরিবার পরিজনেরও এলাকায় ঘোরাফেরা করছেন। স্বাভাবিককারণেই অনেকে আতঙ্কের মধ্যে রয়েছেন। এদিকে নতুন করে পুরাতন মালদহ শহরে আরও দশজন করোনায় আক্রান্ত হন। তার মধ্যে মঙ্গলবাড়ি ফাঁড়ির ওসি রয়েছেন। এনিয়ে পুলিশ মহলেও উদ্বেগ বেড়েছে। এদিন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ২৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

পুরাতন মালদহ পুরসভার স্বস্থ্যবিষয়ক আধিকরিকেরা বলেন, নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। — প্রেস এজেন্সি ।