মালদহ নিউজ ডেস্ক: মালদহে করোনায় আক্রান্ত হলেন অতিরিক্ত জেলা শাসক। শুক্রবার মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রে অতিরিক্ত জেলা শাসকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এদিকে মানিকচক ব্লকের বিডিও আক্রান্ত হন বলে খবর। ঘটনায় প্রশাসনিক মহলে হুলুস্থূলুস মেতে গিয়েছে। ওই পদস্ত আমলাদের সংস্পর্শে অনেকে আসতে পারেন বলে মনে করা হচ্ছে। যদি এনিয়ে স্বাস্থ্য দফতরের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। তার মধ্যে মালদহে নতুন করে আরও ৮৪ জন আক্রান্ত হন। ৮৫ জন পজিটিভ দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। কয়েজনের রিপিট টেস্টও রয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুখ্য স্বাস্থ্য অধিকর্তা বাংলো থেকে একজনের শরীরে করোনা পজেটিভ মিলেছে। সিএমওএইচ অফিস থেকেও তিনজন আক্রান্ত বলে খবর । মালদহে হুহু করে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে কার্যত উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে মালদহের আক্রান্তের সংখ্যা অনেক বেশি। কার্যত অন্যান্য জেলাকে পিছনে ফেলে রেকর্ড মাত্রায় সংক্রমণ হওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন জেলার বাসিন্দারা। এদিকে করোনা পরিস্থিতির কারণে লকডাউন পর্ব চলছে। এদিন জেলার বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ লকডাউনের চিত্র দেখা গিয়েছে। যদিও শহরের অলিগলিতে কেনা কাটা চলে। পুলিশ ও প্রশাসন লকডাউন কার্যকর করতে মাঠে নেমে গিয়েছে। বিভিন্ন এলাকায় পিকেটিং ও অভিযান চালিয়ে নজরদারি করছেন পুলিশ ও প্রশাসনিক কর্তারা। —– প্রেস এজেন্সি।