মালদহ নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় পুরাতন মালদহের ভাটরা বিল নিয়ে হৈচৈ এর মধ্যেই জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। লকডাউনের মধ্যে বন্ধুদের সাথে বেড়াতে এসে ওই যুবকের মর্মান্তিক পরিণতি ঘটে। এনিয়ে এলাকায় শোকের আবহ নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জিৎ চৌধুরী। তিনি মঙ্গলবাড়ি রেলগেট এলাকার বাসিন্দা। বন্ধুদের সাথে ভাটরা বিলে বেড়াতে গিয়ে গভীর জলে তলিয়ে যান ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই সোশাল মিডিয়ায় সাহাপুরের ভাটরা বিলকে প্রজেক্ট করা হয়েছে। এনিয়ে নেটিজেনরা ব্যস্ত। তারাই হুজুগে এলাকায় বেড়াতে এসে তরতাজা যুবক প্রাণ হারালেন। বিনা পরিকাঠামো ছাড়াই ভাটারা বিলে অবাধ যাতায়াতের পরিবেশ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। স্থানীয় প্রশাসনের এনিয়ে নজরদারি নেই বলে অভিযোগ। বেশ কিছুদিন আগে প্রশাসন বিলে যাওয়া রাস্তা বন্ধ করলেও তাতে নজরদারি না থাকায় লকডাউনের মধ্যেও অনেকে হাজির হয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, ভাটরা বিলকে নেটিজেনরা মিনি দীঘা বলে পরিচিতি দিয়েছেন। বিশাল জলরাশির ঢেউ-এর হাতছানিতে অনেকে বিলে ছুটে আসেন। কেউবা সেলফি বা ফটো তুলতে ব্যস্ত থাকেন। অনেককে নৌকা বিহার দেখা যায়। তবে এদিন এর মৃত্যুর ঘটনায় বিলে ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ কর্তারা বলেন, নজরদারি রয়েছে। এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — প্রেস এজেন্সি।
