মালদহ নিউজ ডেস্ক: মালদহের হবিবপুরের শিরসি কালায় বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। করোনার মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে এই পবিত্র রাখি বন্ধনে সামিল হন ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। রাখি উতসবে আয়োজনে ত্রুটি ছিল না। শঙ্খ, উলুধ্বনি, সঙ্গে ধান, দূর্বা, ফুল দিয়ে বরণ করে সকলকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। যেহেতু জওয়ানদের সব সময় সব উৎসবে পরিবারের সাথে সামিল হওয়ার সুযোগ হয়ে ওঠে না। এইজন্য কর্তব্য রত অবস্থায় থেকেও বোন দের হাত থেকে রাখি পড়ে খুবই আপ্লুত জওয়ানরা ।টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা বলেন, সোমবার শিরসি কালাইবাড়ি ক্যাম্পে রাখি বন্ধন উৎসবের আয়োজন হয়। সেখানে সকল জওয়ানদের একত্রে বসিয়ে রাখি পরিয়ে দেওয়া হয়। — প্রেস এজেন্সি ।
