Home CoronaVirus ছটের ভোগ তৈরির জন্য গম চিনি নারকেল বিলি করলেন পুরসভার কো অর্ডিনেটর সফিকুল ইসলাম

ছটের ভোগ তৈরির জন্য গম চিনি নারকেল বিলি করলেন পুরসভার কো অর্ডিনেটর সফিকুল ইসলাম

0 second read
0
549

প্রেস এজেন্সি ডেস্ক: উৎসবের মুখে আরেকটি উৎসবে এসে হাজির ‘ছটপুজো’। কালীপুজোর পরেই এ পুজোয় মেতে যান বিহারি সম্প্রদায়ের মানুষ।  যদিও বর্তমানে অনেক বাঙালি ছট উৎসবে শামিল হন।  শুধু বাইরের রাজ্য নয় এ জেলারতেও বিভিন্ন জায়গাতে ছট উত্সব হচ্ছে। তার মধ্যে অন্যতম পুরাতন মালদহ শহরের কয়েক হাজার বিহারি সম্প্রদায় ও বাঙালির কিছু ছট ব্রতী মানুষ এ উৎসবে শামিল হয়ে থাকেন। তাই ছট ব্রতিদের জন্য এগিয়ে এলেন পুরাতন মালদহ পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কো অর্ডিনেটর সফিকুল ইসলাম।  নিজস্ব উদ্যোগে তিনি ওয়ার্ডের ৬০ টি পরিবারের হাতে ছটি মাইয়ার প্রসাদ তৈরির জন্য উপকরণ তুলে দেন। এজন্য তিনি মির্জাপুরের দলীয় কার্যালয়ে  ছট ব্রতীদের হাতে গম, চিনি, নারিকেল সহ অন্যান্য উপকরণ তুলে দিয়েছেন। এ বিষয়ে ওয়ার্ড কো অর্ডিনেটর সফিকুল সাহেব বলেন, ছট উৎসবকে সামনে রেখে আমরা  ব্রতীদের হাতে প্রসাদ তৈরির উপকরণ তুলে দিয়েছি। কোরনার আবহে ছট উত্সব তারা যাতে ভালোভাবে করতে পারেন সে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঘাট সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থাপনা সবকিছুই করা হচ্ছে।

Load More Related Articles
Load More By jharna paul
Load More In CoronaVirus

Leave a Reply

Check Also

পুরাতন মালদহের টাঙনে নৌকাডুবি, মৃত ১

প্রেস এজেন্সি: রবিবার সন্ধ্যায় পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়া টোলা গ্…