মালদহ নিউজ ডেস্ক: দলীয় বৈঠকে যোগ দিয়ে করোনা সংক্রমিত হয়েছেন অনেক তৃণমূল নেতা। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি এসেছেন। দলীয় নির্দেশেই করোনা যোদ্ধারা একুশে জুলাই কর্মসূচি পালন করলেন নিজ নিজ এলাকায়। মঙ্গলবার জেলার বিভিন্ন প্রান্তে এরকমই চিত্র ধরা পরল। যে নেতারা করোনা আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তারাই আজ দলীয় বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগী হন। এদিন মালদহের রতুয়ার তৃণমূল নেতা শেখ ইয়াসিন করোনা জয় করে শহীদ দিবস পালন করেন। পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে মুখ্যমন্ত্রীর বার্তা প্রজেক্টরের মাধ্যমে শোনেন। একই চিত্র ছিল পুরাতন মালদহের ব্লকেও। নারায়ণপুরে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে তৃণমূলের একাধিক সংক্রমিত নেতা করোনা জয় করে শহীদ দিবস পালন করেন। সেখানে পুরাতন মালদহের নেতা জওহর ঘোষ, বিদ্যুৎ ঘোষাল, পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী সন্তোষ মাইতি উপস্থিত ছিলেন। বেশ কিছুদিন আগে তারা আক্রান্ত হয়েছিলেন। এদিন প্রত্যেককেই দলীয় কাজে স্বতঃস্ফূর্তভাবে দেখা গিয়েছিল। করোনা যোদ্ধারা বলেন, “হাসপাতাল থেকে ফিরেই কর্মসূচি করেছি। করোনার সাথে ২০২১ ও জয় করব।” — প্রেস এজেন্সি ।
