প্রেস এজেন্সি ডেস্ক: মালদহের গাজোলের গোলঘর ছিটকা মহলে স্টার্চ কারখানা থেকে দূষিত জল, বাতাস বেরিয়ে যাওয়ায় প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এদিন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। সাতসকালে অবরোধে এলাকায় ব্যাপক ভোগান্তি পোহান নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে দেন গ্রামবাসীরা। বাসিন্দা মহলের অভিযোগ, স্টার্চ কারখানা থেকে প্রতিনিয়ত …