মালদহ নিউজ ডেস্ক: করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় অবশেষে আস্থাতেই ভরসা রাখছেন গ্রামবাসীরা। তাই ভরা টাঙ্গন নদীর পাড়ে ঘটা করে পুজো দিয়ে মহামারি দূর করার জন্য প্রার্থনা করলেন মহিলারা। এদিন গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের সিসা পিড়ালু তলা, ডুবাখোকসন, মাথা মোড়া তিন গ্রামের মহিলারা মিলিত হয়ে পুজো দিয়েছেন। ফুল, প্রসাদ, ডালা সাজিয়ে ঘাটে সমবেত হয়ে প্রার্থনা করেন তারা। স্বভাবতই মহিলাদের পুজো …