প্রেস এজেন্সি ডেস্ক: ব্রাউন হেড গাল থেকে শুরু করে ইউরেশিয়ান কারলিউ, শামুকখোল নানা ধরনের হাঁস প্রজাতির বিদেশি পাখির ঠিকানা হচ্ছে মালদহের মোথাবাড়ির পঞ্চনন্দপুর গঙ্গা নদী। মাঝ নদীর চরে এদের বিচরণক্ষেত্র। মাছ, শামুক নানারকম পোকামাকড় এবং নদীর চরে ঘাসপাতা, উদ্ভিদ সহ প্রচুর খাদ্যের জোগান থাকায় ক্রমশ আদর্শ পাখিরালয় গড়ে উঠছে মালদহের এই এলাকা। তাই আগে বহু পাখি ছুটে আসছে বিদেশ থেকে। …