মালদহ নিউজ ডেস্ক: পুরাতন মালদহ পুরসভায় চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রশাসক হিসাবে বসছেন। পার্শ্ববর্তী শহর ইংরেজবাজার চেয়ারম্যানকেও প্রশাসক হিসেবে বসিয়ে দিতে পারে রাজ্য সরকার। এনিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহল তেমনই মনে করছেন । চলতি মাসেই ২৫ তারিখে মালদহের দুই পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে রাজ্য সরকার নির্দেশিকা জারি করে চেয়ারম্যান কে মাথায় বসিয়ে দিয়ে পুরসভা পরিচালনার দায়িত্ব দিতে পারেন। করোনা পরিস্থিতির জেরে পুরসভায় এবছর ভোট স্থগিত হয়ে গিয়েছে। ফলে শহরের পরিষেবা বজায় রাখতে প্রশাসক বসানো জরুরী। এক্ষেত্রে সরকার চেয়ারম্যানদের দায়িত্ব দিয়েই পুরসভার কাজকর্ম স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।তবে এনিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা ঘোষণা হয়নি।
যদিও তার আগে জেলার দুই শহরে প্রশাসক বসানো নিয়ে জল্পনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, যেভাবে কলকাতা ও শিলিগুড়ির মেয়রদের প্রশাসক হিসেবে রাখতে চাইছে মমতা সরকার। সেভাবেই পুরাতন মালদহ এবং ইংলিশবাজার পুরসভায় মেয়াদ শেষের মুখে তাদের দায়িত্ব দিয়েই করোনা বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার কৌশল হতে পারে। এক্ষেত্রে তাদের মেয়াদ কতদিন হবে সে নিয়েও চর্চা চলছে। রাজনৈতিক অভিজ্ঞ মহলের একাংশের মতে যদি চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া হয় তাহলে বিধানসভা পর্যন্ত পুরভোট গড়িয়ে যেতে পারে। ততদিনে করোনা মহামারী মোকাবিলা হয়ে যাবে মনে করছেন অনেকে। কেউ আবার বলছেন, বোর্ডের মেয়াদ বেড়ে যেতে পারে। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যানরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। — প্রেস এজেন্সি ।