Home জেলার খবর পুর ভোটের আগে দেওয়াল যুদ্ধ শুরু

পুর ভোটের আগে দেওয়াল যুদ্ধ শুরু

0 second read
0
490

পুর ভোটে এগিয়ে আসতেই মালদহের পুরাতন মালদহ এবং ইংলিশবাজার  দুই শহরেই  দেওয়াল দখলের লড়াই শুরু হয়েছে । ইতিমধ্যে তৃণমূল-বিজেপি সাইট ফর  অল লিখে দেওয়াল দখল করে নিয়েছে । পুরসভা ভোটের দামামা বেজে গেলে দখল করা দেওয়াল গুলিতে নিজেদের  প্রার্থীর সমর্থনে  লেখার কাজ শুরু হয়ে যাবে ।  ফলে কোন ও পক্ষে এক ইঞ্চি ফাঁকফোকর রাখতে চাইছে না । ভোটযুদ্ধের আবহে দেওয়াল যুদ্ধ এক প্রকার  চলছে । পুরাতন মালদহ  তৃণমূল  কংগ্রেস নেতৃত্বের দাবি  বিরোধী দলগুলোকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না । যদিও বিজেপির নেতারা বলেন, পুর ভোটকে সামনে রেখে আমরা কিছু এলাকায় দেওয়াল দখল করেছি ।  —– প্রেস এজেন্সি।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In জেলার খবর

Leave a Reply

Check Also

পুরাতন মালদহের টাঙনে নৌকাডুবি, মৃত ১

প্রেস এজেন্সি: রবিবার সন্ধ্যায় পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়া টোলা গ্…