
প্রেস এজেন্সি ডেস্ক: মালদহের তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতি অফিসে দুই তৃণমূলনেতার হাতাহাতিতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েতের কাজের কাটমানির ভাগাভাগি নিয়ে এ গন্ডগোল বলে জানা গিয়েছে। যুব তৃণমূল নেতা রাজকুমার সরকার এবং আলাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ফারুক হোসেনের সাথে বৃহস্পতিবার গন্ডগোল বাঁধে। এ নিয়ে রাতে উত্তাল হয়ে ওঠে গাজোল পঞ্চায়েত সমিতি অফিস চত্বর। দুই নেতাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে একে অপরকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশ এলেও পুলিশের সামনে ব্যাপক ধুন্ধুমার বেঁধে যায়। ঘটনায় গাজোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বেশ কিছুদিন আগে গাজোলের তৃণমূলের বিধায়ক দলবদল করে বিজেপিতে যান। এর পরেই গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব গোষ্ঠী কোন্দলের বিষয়টি এড়িয়ে গিয়েছে। তৃণমূল নেতারা বলেন, কী কারণে গণ্ডগোল খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি নেতারা বলেন, সবে খেলা শুরু হয়েছে।
