মালদহ নিউজ ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে পুরাতন মালদহ এবং ইংলিশ বাজার পুরসভার দুই চেয়ারম্যান পুর প্রশাসকের আসনে বসলেন। এদিন বিকেলে রাজ্য সরকার থেকে একটি নির্দেশিকা আসে। তাতে পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং ইংলিশ বাজারের চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ কে পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরাতন মালদহে চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান চন্দনা হালদারের পুর প্রশাসকে তালিকায় নাম রয়েছে। অন্যদিকে ইংলিশবাজার পুরসভায় চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ সহ চেয়ারম্যান ইন কাউন্সিল এর সদস্যরা রয়েছেন।

করোনা ভাইরাসের আবহে পুর ভোট স্থগিত হয়ে যাওয়ায় পুরসভার মেয়াদ শেষের পর পুর প্রশাসকের আসনে কে বসবেন ? এ নিয়ে জল্পনা চলছিল। যদিও শেষ পর্যন্ত দুই চেয়ারম্যান এই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, চলতি মাসের ২৫ মে পুরসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার পরবর্তী সময় থেকে পুর প্রশাসকের বোর্ড চলবে। এবিষয়ে পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, পুর প্রশাসকের দায়িত্ব পেয়েছি। এ নিয়ে একটি নির্দেশিকা এসেছে। আমি আগেই বলেছিলাম সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে নেব। — প্রেস এজেন্সি