
প্রেস এজেন্সি ডেস্ক: দুহাজার একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই মালদহে ঘাঁটি গেড়েছেন বিজেপির সর্বভারতীয় এবং রাজ্যস্তরের নেতা মন্ত্রীরা। প্রতিদিনই চলছে বিভিন্ন কর্মসূচি। চাইপে চর্চা থেকে শুরু করে পথসভা, ছোট ছোট গৃহ সম্পর্ক অভিযানে গুরুত্ব দিচ্ছে বিজেপি। শনিবার সকালে পুরাতন মালদহের সাহাপুর সদরঘাট মোড়ে চায় পে চর্চা করেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। পরে তিনি একটি পথসভার মাধ্যমে বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু,বিধায়ক জোয়েল মুর্মু, পুরাতন মালদহের বিজেপি নেতা নিতাই মণ্ডল থেকে শুরু করে জেলা সভাপতি সহ পুরাতন মালদহে নগর মণ্ডলের নেতারা। যদিও এদিন বিজেপির চাইপে চর্চার পাল্টা চর্চা করে তৃণমূল। সদরঘাট মোড়ে একটি চায়ের দোকানে তৃণমূলের জমায়েত হয়। সেখানে পুরাতন মালদহের তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড হাতে নিয়ে চায়ের দোকানে চর্চা করেন তাঁরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন দিনভর কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। জেলা দলীয় কার্যালয়ে বৈঠকের পাশাপাশি সাহাপুরের এক আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজন করবেন তিনি। বিজেপি নেতারো বলেন, মধ্যাহ্ন ভোজনের প্রস্তুতি চলছে।

