Home জেলার খবর পুরাতন মালদহ পুরসভার প্রশাসক বোর্ডের এক সদস্যের হদিস মিলছে না, কে সে জল্পনা তুঙ্গে

পুরাতন মালদহ পুরসভার প্রশাসক বোর্ডের এক সদস্যের হদিস মিলছে না, কে সে জল্পনা তুঙ্গে

0 second read
0
354
মালদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত তিন

প্রেস এজেন্সি ডেস্ক: পুরাতন মালদহ পুরসভায় নবনিযুক্ত দুই পুরো প্রশাসক বোর্ডের সদস্যের হদিশ মিললেও একজনের  পরিচয় এখনও জানা যায়নি। কে সেই ব্যক্তি ?  এনিয়ে জল্পনা তৈরি হয়েছে। পুরাতন মালদহ পুরসভায়  প্রশাসক বোর্ডের  জন্য  গত ৪ ডিসেম্বর পুরো দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল । তাতে  বৈশিষ্ট্য ত্রিবেদী , পরিতোষ ঘোষ ও কল্যাণ রায় এই তিনজনের নাম রয়েছে। যদিও প্রাক্তন দুই কাউন্সিলরের পরিচয় মিললেও কল্যাণ রায় নিয়ে ধোঁয়াশা কাটেনি।  পুরসভায় সে নামে  এখনো কেউ এসে জানাননি।  স্বাভাবিকভাবেই ওই ব্যক্তিকে ঘিরে চর্চা চলছে  । কে সেই ব্যক্তি  জানেন না পুরসভার সরকারি আধিকারিকরাও।  পুরসভা সূত্রে জানা গিয়েছে, কল্যাণ রয়ের  নামের জটিলতা কাটাতে  পুরো দপ্তরে চিঠি করা হয়েছে। এ বিষয়ে পুরো প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য  বৈশিষ্ট্য ত্রিবেদী বলেন, কল্যাণ রায়কে আমি চিনি না শুনেছি। একাধিক নাম উঠে আসছে চিঠিতে শুধু নাম রয়েছে। পরিচয় থাকলে তাহলে চেনা যেত। নাম নিয়ে বিভ্রান্তি কাটাতে আমরা চিঠি করেছি। 

Load More Related Articles
Load More By Press Agency
Load More In জেলার খবর

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…