
প্রেস এজেন্সি ডেস্ক: ধান উৎপাদন করে সময়ের মধ্যে বিক্রি করতে না পারায় কৃষক বিদ্রোহের রূপ নিল গাজোল এলাকা। এনিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন শতাধিক কৃষকরা সরকারের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনায় কার্যত যান চলাচল ব্যাহত হয় ৫১২ নম্বর জাতীয় সড়কে। প্রায়ই দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে পথ অবরোধ। তাতে বিভিন্ন দূরপাল্লার বাস, ছোট গাড়ি আটকে যাত্রী দুর্ভোগ বাড়ে। বিক্ষোভের তীব্র আঁচ পেয়ে প্রশাসনের কর্তারা কৃষকদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। সমস্যার সমাধান না হলে বড়সড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা। কৃষকদের বক্তব্য, সরকারি সহায়ক মূল্যে ধান কেন্দ্র থেকে সময়ের মধ্যে ধান কেনা হচ্ছে না। তার বদলে ফড়েদের আগে ধান ক্রয় করা হচ্ছে। এরকম চলতে থাকলে তাদের ধান স্টক করে রাখার পাশাপাশি অর্থনৈতিক সমস্যা হচ্ছে। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খাদ্য দফতরের কর্তারা। এনিয়ে আধিকারিকেরা বলেন, কৃষকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে ফড়েদের অভিযোগ ভিত্তিহীন।