Home Uncategorized মালদহে ফের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রাঘাতে মৃত ১

মালদহে ফের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রাঘাতে মৃত ১

0 second read
0
265
মালদহে ফের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রাঘাতে মৃত ১

প্রেস এজেন্সি ডেস্ক: কালবৈশাখী ঝড়ের সাথে ফের মালদহে হরিশ্চন্দ্রপুর, চাঁচল রতুয়ায় ব্যাপক শিলাবৃষ্টিতে  ক্ষয়ক্ষতি হয়েছে । ঘটনায় একজনের মৃত্যুর খবর মিলেছে।  হরিশচন্দ্রপুর ব্লকের উত্তরপাড়ার বাসিন্দা ধানের জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মারা যান। পুলিশ সূত্রে খবর মৃতের নাম শাহ জামাল। পেশায় কৃষক শাহা জামাল বাবু এদিন ঘুম থেকে উঠেই চাষের জমিতে যান।  পরে শিলাবৃষ্টির সময় বজ্রাঘাতে তাঁর  দেহ মাটিতে লুটিয়ে পড়ে।  এদিকে দফায় দফায় শিলাবৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে ধানের জমি।  সামসিতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। তাতে পাকা ধানে একপ্রকার মই চলে গিয়েছে।  এদিন প্রায় একশো গ্রামেরও বেশি ওজনের  শিলা আকাশ থেকে পড়ে। তাতে আম চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In Uncategorized

Leave a Reply

Check Also

পুরাতন মালদহের টাঙনে নৌকাডুবি, মৃত ১

প্রেস এজেন্সি: রবিবার সন্ধ্যায় পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়া টোলা গ্…