Home কৃষি প্রকৃতির ভরসাই বেড়ে উঠছে মালদহের আম , করোনার আবহে আশার আলো উৎপাদক মহলে

প্রকৃতির ভরসাই বেড়ে উঠছে মালদহের আম , করোনার আবহে আশার আলো উৎপাদক মহলে

4 second read
0
796
প্রকৃতির ভরসাই বেড়ে উঠছে মালদহের আম

মালদহ নিউজ ডেস্ক : মালদহের বাণিজ্যিক ফল হল আম । আর সেই আম নিঃশব্দে বড় হয়ে গিয়েছে। করোনা (COVID – 19) ভাইরাসের প্রভাব মানব জীবনে পড়লেও আমের ফলনে বিশেষ কোনও প্রভাব ফেলতে পারেনি এই ভাইরাস। ফলে জনজীবনে করোনার  বিরুদ্ধে লড়াইয়ের ফাঁকে কার্যত আমের গুটি বড় হয়ে বাগানের শোভা দিচ্ছে। ল্যাংড়া ,লক্ষণভোগ, হিমসাগর , জেলা বিখ্যাত ফজলি সহ একাধিক গুঠি প্রজাতির আম প্রকৃতির ভরসায় বেড়ে উঠছে । এবছর আমের ফলনের আবহাওয়া ভালো থাকায়  করোনা আবহের মধ্যেও আম উৎপাদক মহলেও আশার আলো তৈরি হয়েছে। আগামীদিনে প্রাকৃতিক কোনও বিপর্যয় না ঘটলে আমের ভালো ফলনের সম্ভাবনা থাকবে বলে উদ্যান পালন দপ্তরের কর্তাদের দাবি।কিছু বাগানের গাছের মুকুল পুড়ে যাওয়ায় কৃষকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও এবছর অসময়ের বৃষ্টিতে কিছু ক্ষেত্রে আমের ক্ষতি হলেও সার্বিক ভাবে ফলন ভালো রয়েছে বলে জেলার আম বিশেষজ্ঞরা জানিয়েছেন ।

ল্যাংড়া ,লক্ষণভোগ, হিমসাগর , জেলা বিখ্যাত ফজলি সহ একাধিক গুঠি প্রজাতির আম প্রকৃতির ভরসায় বেড়ে উঠছে

জেলার উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদহে ৩১ হাজার  হেক্টর এলাকাজুড়ে আম চাষ হয়। জেলার অন্যতম অর্থনৈতিক ফল আম হওয়াই প্রচুর আম চাষী এই অর্থকারী ফলের ওপর নির্ভরশীল । মালদহের আম জনপ্রিয় এবং সুস্বাদু হওয়ায় বিদেশের বাজারে আমের ব্যাপক চাহিদা রয়েছে । যে কারনে চাষিরা মরশুমের শুরু থেকেই পরিচর্যা করেন। এবছর আমের পুষ্পমঞ্জরি  আসার সময়ে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক কৃষক আমের বাগান সময় মতো পরিচর্চা করতে না পেরে প্রকৃতির উপর ছেড়ে দিয়েছেন। যদিও বর্তমান পরিস্থিতিতে প্রকৃতির ভরসাই আম বড় হয়ে যাচ্ছে ।জেলার ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা  জানিয়েছেন, করোনা  ভাইরাস আম চাষে বিশেষ প্রভাব ফেলতে পারেনি ।আমের আবহাওয়া অনুকূলে রয়েছে। – প্রেস এজেন্সি

Load More Related Articles
Load More By Press Agency
Load More In কৃষি

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…