মালদহ নিউজ ডেস্ক: কালবৈশাখীর তাণ্ডবে মালদহে ভুট্টা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এনিয়ে কৃষক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে ফল এসে যাওয়া ভুট্টার গাছ মাটিতে নুইয়ে পড়েছে। বেশ কিছু গাছের গোড়া থেকে ভেঙে যাওয়ায় ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকেরা । নুইয়ে পড়া ভুট্টা গাছ পরবর্তী সময়ে রিকভারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও ভেঙে যাওয়া গাছ শুকিয়ে যাবে । তাতে ভুট্টার প্রচুর ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকেরা। মালদহ জেলা জুড়ে বেশ কিছু এলাকায় ভুট্টা চাষ ব্যাপক আকারে হয়। তার মধ্যে কালিয়াচকের ৩ নম্বর ব্লক, পুরাতন মালদহ, গাজোল, হরিশ্চন্দ্রপুর, চাচল, মানিকচক সহ বেশ কিছু ব্লক রয়েছে। সম্প্রতি মালদহে একাধিক কালবৈশাখী ঝড় চলে আসায় তাতে কৃষকদের মাথায় হাত পড়েছে।

ইতিমধ্যে অনেক জমিতে ভুট্টা ধরে গিয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে কৃষকরা ভুট্টার জমি থেকে তুলে ঘরে তুলবেন । তবে তার আগে কালবৈশাখীর তাণ্ডব কৃষকদের উৎকণ্ঠা বাড়িয়ে দিচ্ছে। মালদহে সম্প্রীতি শিলাবৃষ্টিতে ভুট্টা চাষে প্রভাব পড়েছে। বিশেষ করে গাজোল ব্লকের একাংশে প্রায় ১০০ একর ভুট্টা ঝড়ের কারণে ভেঙে পড়েছে।

কৃষকরা জানিয়েছেন, গত কয়েকদিনে ঝড়-বৃষ্টিতে ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের ঝড় বৃষ্টি চলতে থাকলে অন্যান্য ফসলের উপকার হলেও ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হতে পারে। এদিকে মঙ্গলবার সকালে উত্তর মালদহে কালবৈশাখী ঝড় ধেয়ে আসে । হরিশ্চন্দ্রপুর, চাচল, রতুয়া, গাজোল , পুরাতন মালদহ ব্লকের ওপর দিয়ে ঝড় বয়ে যায় । তাতে বেশকিছু আমবাগানে নতুন করে আম ঝড়ে পড়েছে। সাত সকালেই ঝড় চলে আসায় জেলার আকাশ কালো মেঘে ঢেকে যায়। যদিও কয়েক মিনিট পর ঝড় কেটে গেলেও আকাশ মেঘলা থাকে। — প্রেস এজেন্সি ।