মালদহ নিউজ ডেস্ক: রবিবার দুপুরে হরিশচন্দ্র পুরে ধান রোপন করতে গিয়ে বজ্রাঘাতে দুই মহিলার মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ননদ বৌদি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল জয়া মন্ডল (২৮)এবং সীমা মন্ডল (২৯)। দুজনেরই বাড়ি দৌলত নগর এলাকায়। এদিন দুই ননদ বৌদি সহ অন্যান্য মহিলা শ্রমিকরা স্থানীয় মাঠের কাজ করছিলেন। দুপুরে কালো মেঘের সাথে বজ্রবিদ্যুৎ হয়। সে সময়ই তাদের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনায় এলাকায় শোকের আবহ নেমে এসেছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধান রোপনের সময় হঠাৎ জোরালো শব্দ হয়। তারপরে বিদ্যুতের ঝলকানি। সাথে সাথেই তারা প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “ধান রোপনের সময় হঠাৎ জোরালো শব্দ হয়। তারপরে বিদ্যুতের ঝলকানি। সাথে সাথেই তারা প্রাণ হারান।“
এবিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, বজ্রাঘাতে দুই মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।—- প্রেস এজেন্সি।