মালদহ নিউজ ডেস্ক:কৃষকদের ঠকিয়ে দালালচক্র এতদিন ব্যবহার করেছে তৃণমূল। দালালির মাধ্যমে কৃষকের ফসলের লাভের অংশ চলে যাচ্ছে। শনিবার পুরাতন মালদহের ডিসকো মোড়ে লাঙ্গল দিয়ে জমি চাষ করে এই ভাষাতেই আক্রমণ করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, দালালচক্রের কারণে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। দালাল রাজের সমস্ত কিছু প্রশ্রয় দিয়ে রেখেছে তৃণমূল সহ বামপন্থীরা। যে কারণে কৃষকেরা চাষ বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এর সুবিধা মাঝপথে স্টকিসরা নিয়ে নিচ্ছেন। তারাই লাভবান হচ্ছেন। দাললদের সুবিধা করেদিতে কৃষি আইনের বিরোধীতা করা হচ্ছে। যদিও তৃণমূলের নেতাদের বক্তব্য, এসব করে কৃষকের মন পাওয়া যাবে না। কৃষকদের বিপাকে ফেলতে এই বিল আনা হয়েছে। এদিন পুরাতন মালদহের বিজেপি নেতা নিতাই মন্ডলের উদ্যোগে কৃষি বিলের সমর্থনে বিশাল পথযাত্রা হয়। তারই ফাঁকে হাল চাষ করে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন সাংসদ। তিনি আরও বলেন, আমি নিজে হাল দিয়ে জমি চাষ করতাম। কৃষকের সমস্যা আমার অজানা নয়। এই বিলে কৃষকদের সুবিধা হবে। দেখুন ভিডিও — প্রেস এজেন্সি।
