মালদহ নিউজ ডেস্ক: এক কথায় বলতে গেলে আমের জেলায় আপেলের প্রবেশ। আপেল শুধু কাশ্মীরের ফলবে তা নয়। মালদহে যে আপেল ফলাবার উপযুক্ত পরিবেশ রয়েছে কার্যত প্রমাণ হয়ে গেল। মালদহের জমিতে আপেল ফলালেন জেলার জুলজি বিভাগের এক শিক্ষক অলোক কুমার দাস। তিনি তার বাড়ির ছাদে আপেল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। যা দেখে কার্যত উৎসাহিত জেলা উদ্যান পালন দপ্তর। বাড়ির ছাদের টবে বাইরের রাজ্যের মত যে আপেল ফলবে তা কার্যত ভাবাই যায় না। কিন্তু অবাস্তব হলেও সত্যি তাই । অলক বাবু পেশায় শিক্ষক। তিনি শহরের বাঁশবাড়ি হাইস্কুলের জুলজি বিভাগে শিক্ষকতা করেন। দুর্গাবাড়িতে নিজের ছাদে আটটি আপেল চারা পুঁতে এক বছর ধরে পরিশ্রম করে ফল পেয়েছেন তিনি। খেতে সুস্বাদু এবং কচ কচে আপেল রঙিন হয়ে সভা দিচ্ছে তাঁর বাড়ির ছাদে।

অলক বাবু জানিয়েছেন, হিমাচল প্রদেশ থেকে কুরিয়ার করে আপেল চারা তিনি এনেছেন। যার বাজার মূল্য ২৫০০ টাকা। তিনি প্রথমে ভাবতেই পারেননি আপেল ফলাতে পারবেন। যদিও তার প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। জেলার উদ্যানপালন দফতরের কর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক ভাবে আপেল ফলানোর বিষয়টি মালদহে সফল হল। ওই শিক্ষক দপ্তরের সাথে পরামর্শ করে আপেল চারা বড় করেছেন। দেখা গিয়েছে এক বছর চার মাসেই ফল পেকে গিয়েছে। তবে জেলায় ব্যাপক অর্থে চাষ করা যায় কিনা সে নিয়ে আমরা পরিকল্পনা করব । কেননা জেলায় আপেল চাষের সম্ভাবনা রয়েছে। —- – প্রেস এজেন্সি।