Home ঐতিহাসিক মালদহের আমবাগানে ছেয়েছে ৭০ শতাংশ মুকুল, এবছর ব্যাপক ফলনের সম্ভাবনা

মালদহের আমবাগানে ছেয়েছে ৭০ শতাংশ মুকুল, এবছর ব্যাপক ফলনের সম্ভাবনা

0 second read
0
186
মালদহের আমবাগানে ছেয়েছে ৭০ শতাংশ মুকুল, এবছর ব্যাপক ফলনের সম্ভাবনা

প্রেস এজেন্সি ডেস্ক: মালদহে আম চাষে খুশির খবর। আবহাওয়া অনুকূলে থাকায় মালদহে আম চাষে ব্যাপক ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে জেলার আমবাগানের প্রায়ই বেশির ভাগ মুকুলই বেরিয়ে গিয়েছে।  জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় সত্তর শতাংশ মুকুল ছেয়েছে আমবাগানে।  যা  এ বছর ভালো ব্যাপক ফলনের সম্ভাবনা মনে করছেন আধিকারিকরা।  যদি এ বছর প্রাকৃতিক বিপর্যয় না হয় তা হলে গত বছরের চাইতে প্রায় এক লক্ষ মেট্রিক টন  আম বেশি ফলতে পারে।  যদিও  এই ফলনের গতিপ্রকৃতি এখনো  অনেকটাই  আমের গুটির ওপর নির্ভর করবে। মার্চ মাসের প্রথম সপ্তাহেই জেলার আমবাগানে প্রায় একশো শতাংশ মুকুল ছেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা যদি হয়  তাহলে আমের ফলন  গত বছর চাইতে বেশি হবে এমনটাই মনে করা হচ্ছে। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রায় ২ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন আমের ফলন হয়েছিল। এবার আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি মুকুল বেশির ভাগ চলে আসায়  আম চাষে এবছর ওয়ান ইয়ার মনে করছেন অনেকে। স্বাভাবিকভাবেই ফলন ৩ লক্ষ্যে মেট্রিক টনের কাছাকাছি যেতে পারে।  উদ্যানপালন দফতরের কর্তারা বলেন, গুটির বেরোবার পর প্রাকৃতিক বিপর্যয় যেমন ঝড়, শিলাবৃষ্টি   না হলে আমের ব্যাপক ফলন হবে।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In ঐতিহাসিক

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…