
প্রেস এজেন্সি ডেস্ক: ব্রাউন হেড গাল থেকে শুরু করে ইউরেশিয়ান কারলিউ, শামুকখোল নানা ধরনের হাঁস প্রজাতির বিদেশি পাখির ঠিকানা হচ্ছে মালদহের মোথাবাড়ির পঞ্চনন্দপুর গঙ্গা নদী। মাঝ নদীর চরে এদের বিচরণক্ষেত্র। মাছ, শামুক নানারকম পোকামাকড় এবং নদীর চরে ঘাসপাতা, উদ্ভিদ সহ প্রচুর খাদ্যের জোগান থাকায় ক্রমশ আদর্শ পাখিরালয় গড়ে উঠছে মালদহের এই এলাকা। তাই আগে বহু পাখি ছুটে আসছে বিদেশ থেকে। শীত পড়লেই এদের দেখা মেলায় নদীতে বর্তমানে বহু পাখি পঞ্চনন্দপুর গঙ্গা নদীর চরে এসে যাওয়ায় পর্যটকদের জন্য নতুন ঘোরার জায়গা তৈরি হয়েছে। তাই প্রতি বছর পাখি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন। যদিও সরকারি উদ্যোগে এই এলাকাটি পাখির আদর্শ বিচরণক্ষেত্র হিসেবে ঘোষণা না করা হলেও বন দপ্তরের কর্তারা নদীগুলোতে নজরদারি করছেন। কোনও চোরাশিকারি পাখি শিকারে যাতে না করে সে নিয়েও সতর্ক দৃষ্টি রয়েছে। এ নিয়ে এলাকায় সচেতনতাও গড়ে তোলা হচ্ছে। পক্ষী বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রচণ্ড শীত পড়লে ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে পাখিগুলি উড়ে মালদহের গঙ্গা নদীর চরে আসে। শীত কাটিয়ে আবার ফিরে যাই নিজেদের দেশে।

